Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
খবর

    কর্পোরেশন পরিচিতি

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-সরকারী মালিকানাধীন একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। দেশের গৃহায়ন সমস্যার সমাধানে জনসাধারনকে গৃহ নির্মান খাতে আর্থিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে ১৯৫২ সালে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্বাধীনতা উত্তর ১৯৭৩ সালে জারীকৃত রাষ্ট্রপতির ৭নং আদেশ বলে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিইচবিএফসি) পুনর্গঠিত হয়।

    মানুষের ৫টি মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। জনবহুল এ দেশে আবাসন চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে আবাসনের সংস্থান কঠিন হয়ে পড়ছে। এই প্রকট আবাসিক সমস্যার সমাধানে সহায়তা প্রদান করাই বিএইচবিএফসির মূল উদ্দেশ্য। 

    কর্পোরেশনের সদর দফতর ঢাকায় অবস্থিত। সদর দফতরে ০৪টি মহাবিভাগ (Division) এবং ১৬টি বিভাগ (Department) রয়েছে। এছাড়া, মাঠ পর্যায়ে ০৪ (চার)টি বিভাগীয় কার্যালয়ের অধীন ১৮ (আঠার) টি আঞ্চলিক কার্যালয় (জোনাল অফিস)  ও ৭৩ (তিয়াত্তর)টি শাখা অফিস রয়েছে।


    গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ

                                                           Click here to download the app

    গুগল ম্যাপ